ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:০১ এএম, ২৮ অক্টোবর ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের দেওহাটা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। টাঙ্গাইলের দিকে থেমে থেমে যান চলাচল করলেও ঢাকার দিকে গাড়ি থেমে আছে।

শনিবার সকাল থেকেই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে বলে ট্রাফিক পুলিশের টিআই মো. সেলিম হোসেন জানিয়েছেন।

জানা গেছে, মহাসড়কে চারলেনের কাজ চলছে। তারউপর শনিবার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বৃৃদ্ধির কারণে থেমে থেমে জটের সৃষ্টি হচ্ছে। সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার ভোটঘর নামক স্থানে রাস্তা দেবে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সংস্কার কাজ শেষ হলে যান চলাচল শুরু হয়। পরে সকাল ১০টার দিকে পুনরায় মহাসড়কের কালিয়াকৈর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজট মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের দেওহাটা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার স্থায়ী হয়। টাঙ্গাইলের দিকে থেমে থেমে যান চলাচল করলেও ঢাকার দিকে বন্ধ রয়েছে।

jagonews24

এদিকে টাঙ্গাইল জেল হাজত থেকে ২ জেএমবি সদস্য বহনকারী পুলিশের গাড়িটিও যানজটে আটকা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে র্যাব-১২ এর এক কর্মকর্তা জানান, তারা জেএমবি বহনকারী পুলিশের গাড়িটি মির্জাপুরের সীমানা স্কয়ার পর্যন্ত নিয়ে যাবেন। পথিমধ্যে দেওহাটা এলাকায় এসে যানজটে আটকা পড়েছেন।

এস এম এরশাদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।