বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জের কামারখন্দে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রীসহ দুই কিশোরী।

শুক্রবার বিকেলে উপজেলার জামতৈল ইউপির চড়কুড়া ও রায় দৌলতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে বাল্য বিয়ে দুটি বন্ধ করে স্থানীয় প্রশাসন।

বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোরীরা হলো- উপজেলার জামতৈল ইউনিয়নের চড়কুড়া গ্রামের ঠান্ডুর মেয়ে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মৌ আক্তার জুঁই (১৬) ও রায়দৌলতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বুদ্ধু আকন্দের মেয়ে বিথি খাতুন (১৬)।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, চরকুড়া ও শাহবাজপুরে বাল্য বিয়ের প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পোঁছে বাল্য বিয়ে দুটি বন্ধ করা হয়। এ সময় মেয়েদের ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাদের অভিভাবক মুচলেকা দেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।