জুলাই মাসের অর্ধেক বেতন প্রদানের দাবি গার্মেন্ট শ্রমিকদের


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৫ জুন ২০১৫
ফাইল ছবি

জুন মাসের পূর্ণ বেতন ও জুলাই মাসের অর্ধেক বেতন আগামী ২০ রমজানের পূর্বে পরিশোধের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এছাড়া বেসিকের সমান ঈদ বোনাস, পিস রেটে কর্মরত সকল শ্রমিকের ঈদ বোনাস ও ঈদের আগে শ্রমিক ছাটাই বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সদস্য সচিব মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, শবনম হাফিজ, রফিকুল ইসলাম পথিক, জাতীয় সোয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এএমএম ফয়েজ হোসেন, জাতীয় পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার মোখলেছুর রহমান, সামছুজ্জোহা, তাছলিমা আক্তার প্রমুখ।

মানববন্ধনে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, শ্রমিকরা যেহেতু জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত কাজ করবেন সেহেতু, তাদের অর্ধেক মাসের বেতন পাওয়াটা অযৌক্তিক দাবি নয়। ঈদের ২/১ দিন আগে বেতন বোনাস দেয়ার কারণে শ্রমিকরা ঠিকমতো কেনাকাটা করতে পারেন না। বিগত বছরগুলোতে মালিকদের ইচ্ছামতো ঈদ বোনাস একেক গার্মেন্টসে একেক পরিমাণ দেয়ার কারণে শ্রমিকরা ঈদের খুশিতে হাসিমুখে বাড়ি ফিরতে পারেনি। এ কারণে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের প্রাপ্য বেতন ও বোনাস পরিশোধ করা হলে শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি হবে এবং কোনো অসন্তোষের সৃষ্টি হবে না।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।