মুজিবনগর সীমান্তে ৬ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৫ অক্টোবর ২০১৭

মেহেরপুরের মুজিবনগর থেকে এক রোহিঙ্গা পরিবারের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তারা নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে এদেশে প্রবেশ করে।

আটকরা হলেন- মিয়ানমারের রাখাইনের ওয়ালিজ শিকদারপাড়ার আব্দুল গণি (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (৩৫) ও চার ছেলে মেয়ে জাহাঙ্গীর গণি (১০), নুর কলিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল গণি নামের ওই রোহিঙ্গা তার স্ত্রী ও চার ছেলে মেয়ে নিয়ে সীমান্ত দিয়ে ভোরে প্রবেশ করেন। স্থানীয় লোকজন তাদেরকে মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। আশপাশের লোকজন তাদেরকে খাবার-দাবার দিয়ে সহায়তা করছেন। তাদের দেখতে ভিড় করেছেন উৎসুক মানুষ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গা আব্দুল গণি বলেন, কয়েক মাস আগে তিনি স্বপরিবারে ভারতে যান। বিএসএফ তাদেরকে আটক করে কাটাতারের বেড়া পার করে দেয়। এখন তিনি পরিবার নিয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরে যেতে আগ্রহী।

আসিফ ইকবাল/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।