হাজতির কাছ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় মামলা
ঝিনাইদহ কারাগারে আসামি ধ্রবত গায়েনের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, মামলায় আসামি ধ্রবত গায়েনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এছাড়া তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে।
ঝিনাইদহ কারাগারে বন্দি আসামি ধ্রবত গায়েন মাদারীপুর জেলার রাজৈর থানার আড়ুয়াকান্দি গ্রামের সৃষ্টি ধরের ছেলে। সোমবার সকালে তার কাছ থেকে ৪০ ভরি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জেলার মো. নিজাম উদ্দীন জানান, রাতে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর ‘খ’ ধারায় মামলাটি করেন তিনি। স্বর্ণের বার উদ্ধার ঘটনার পর থেকে কারারক্ষীদের সতর্ক রাখা হয়েছে। কারাভ্যন্তরে তল্লাশি জোরদার করা হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আইআই