কক্সবাজারে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৪ অক্টোবর ২০১৭

কক্সবাজার শহরের কলাতলী ডলপিন মোড় থেকে দুই হাজার পিস ইয়াবা ও নগদ এক লাখ ৮০ হাজার টাকাসহ ক্রেতা-বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

আটকরা হলো- টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার মৃত ইমাম শরীফের স্ত্রী খুরশিদা বেগম (৩৯) এবং কুড়িগ্রামের বুড়িঙ্গামারির ৪ নং ওয়ার্ড চরবুড়িঙামাড়ি এলাকার মৃত নাসির মোল্লার ছেলে মো. শহীদুল্লাহ (৩৩)। আটককালে খুরশিদা বেগমের কাছ থেকে ইয়াবাগুলো কিনছিলেন শহীদুল্লাহ। এ সময় ইয়াবা বহনের জন্য বিশেষ কৌশলে তৈরিকৃত স্টিলের একটি প্লেটও জব্দ করা হয়েছে। প্লেটটি শক্তিশালী চুম্বক দিয়ে তৈরি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে ইন্সপেক্টর ধননঞ্জয় চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক শহীদুল্লাহ জানান, প্রতি হাজার ইয়াবা ৭০ হাজার টাকায় কেনার শর্তে ঢাকা থেকে সোমবার সকালে কক্সবাজার পৌঁছান তিনি। বিক্রেতা খুরশিদা স্বপরিবারে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও কয়েকবার কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা নিয়ে বিক্রি করেছেন। কুড়িগ্রাম বাড়ি হলেও দীর্ঘ ৮ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবা ব্যবসা করছেন।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।