সুবর্ণচরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

 

নোয়াখালীর সুবর্ণচরের খাসেরহাট এলাকায় অভিযান চালিয়ে জামসেদ (৪৩) ও ভুলু মিয়া (৬০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম আফিম ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেফতারদের চরজাব্বার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার জামসেদ হাতিয়া উপজেলার আফজিয়ার রানী গ্রামের আবদুর রবের ছেলে এবং ভুলু মিয়া সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের আবদুর রশিদের ছেলে।

র‌্যাব -১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরীরর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য রোববার রাতে সুবর্ণচর উপজেলার খাসের হাট এলাকা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে চরজাব্বার থানায় অবৈধভাবে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় ১৯৯০ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।