গাজীপুরে স্বপ্নকে অর্ধলাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৪ জুন ২০১৫

গাজীপুর শহরের জোড়পুকুরে অবস্থিত স্বপ্ন সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান এ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের সহকারী কমিশনার বিজেন ব্যানার্জী জানান, ওই প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের বিরুদ্ধে মোট ২১টি মামলা করেন এবং ২৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া একই দিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জয়দেবপুর রেল স্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় বিআরটিএ গাজীপুরের ইন্সপেক্টর আতিয়ার, জয়দেবপুর থানার স্টেশন মাস্টার শহিদুল ইসলাম ও জয়দেবপুর থানা পুলিশ এবং জিআরপি পুলিশ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।