ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ


প্রকাশিত: ১০:০৬ এএম, ২৪ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় আড়াই হাজার ফিট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করছে ভ্রাম্যমাণ আদালত।  বুধবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে সদর উপজেলার চন্ডালখিল গ্রামে অভিযান চালিয়ে এ পাইপলাইন অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, একটি অসাধু চক্র চন্ডালখিল গ্রামে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার ফিট গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়েছে।  অবৈধ গ্যাস লাইন অপসারণের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) আবু জাফর জাগো নিউজকে বলেন, একটি অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধভাবে চন্ডালখিল গ্রামে গ্যাস সংযোগ প্রদান করেছে।  বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।