রোহিঙ্গাদের ওপর নির্যাতন মানবতার অবমাননা : নাগরিক কমিশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২২ অক্টোবর ২০১৭

‘মিয়ানমারে গণহত্যা ও সন্ত্রাস তদন্তে গঠিত নাগরিক কমিশন’র সদস্যরা বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর মধ্যযুগীয় কায়দায় অত্যাচার চালিয়েছে। এমন নিষ্ঠুর অত্যাচার পৃথিবীর ইতিহাসে খুব কমই হয়েছে।

তারা বলেন, আধুনিক যুগে এটি মেনে নেয়া যায় না। তাই মানবতার অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বর্বর এ হত্যার বিচার দাবি করছি আমরা। দুইদিনের তদন্ত শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যরা এই মন্তব্য করেন।

রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’র লিখিত বক্তব্য তুলে ধরেন নাগরিক কমিশনের সদস্য সচিব সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

লিখিত বক্তব্যে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, রাখাইনে রোহিঙ্গা নির্যাতন নিয়ে করা আনান কমিশনের তদন্ত প্রতিবেদনে ইতিবাচক দিকের পাশাপাশি কিছু সীমাবদ্ধতা আমাদের নজরে এসেছে। আনান কমিশনের প্রতিবেদনে স্বাভাবিক চলমান গণহত্যার উল্লেখ নেই, তবে প্রচ্ছন্ন সন্ত্রাসের উল্লেখ রয়েছে। আমাদের কমিশনের প্রতিবেদনে আনান কমিশনের সীমাবদ্ধতা ও অসম্পূর্ণতা অতিক্রম করে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও বার্মার সরকার, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেচনার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হবে।

তিনি জানান, আরও ১০ হাজার রোহিঙ্গার জবানবন্দি সংগ্রহ করা হবে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বয়ান, বাংলাদেশ ও বার্মার বিভিন্ন সরকারি দলিলপত্রের ভিত্তিতে নাগরিক কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা, বিচারপতি মো. নিজামুল হক নাসিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, সাবেক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার, মমতাজ লতিফ, সমাজকর্মী ও মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সন্তান আসীফ মুনীর, শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী চম্পা, মানবাধিকার কর্মী আরমা দত্ত, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার তাপস কুমার বল ও শহীদ পরিবারের সন্তান তৌহিদ রেজা নূর প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।