মাগুরায় দুই শিশু পাচারের সময় এক নারী আটক


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৩ জুন ২০১৫

মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলার গজদূর্বা গ্রাম থেকে ২ শিশুকে পাচারের সময় রত্না খাতুন (৩০) নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জাগো নিউজকে জানান, গজদূর্বা গ্রামের মাজেদুল বিশ্বাসের মেয়ে সুমাইয়া (৪) ও আলতাফ বিশ্বাসের মেয়ে চাঁদনী (৬) মঙ্গলবার সকাল ৭টায় গ্রামের স্থানীয় মধ্যপাড়া জামে মসজিদে প্রতিদিনের মতো আরবী পড়তে যায়। কিছুক্ষণ পর একই এলাকার আকামত মণ্ডলের স্ত্রী রত্না খাতুন সেখানে গিয়ে সুমাইয়া ও চাঁদনীকে বাড়ি নিয়ে যেতে বলেছে জানিয়ে নিয়ে আসেন। অন্যদিকে বাড়ি ফিরতে দেরি দেখে সুমাইয়ার মা রোখসানা খাতুন মসজিদে গিয়ে জানতে পারেন তার মেয়ে সুমাইয়া ও প্রতিবেশী চাঁদনীকে এক নারী বাড়িতে নিয়ে যাবার কথা বলে নিয়ে গেছেন। এসময় তিনি দ্রুত গ্রামে ফিরে গ্রামবাসীকে বিষয়টি জানালে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় কালীবাড়ি বাজার টেম্পু স্ট্যান্ডে সুমাইয়া ও চাঁদনীসহ রত্নাকে পেয়ে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। পুলিশের ধারণা পাচারের উদ্দেশ্যেই ওই নারী শিশু দু’টিকে নিয়ে বাসস্ট্যান্ডে গিয়েছিলেন।

এ ব্যাপারে শালিখা থানায় উপস্থিত সুমাইয়ার মা রোখসানা খাতুন জাগো নিউজকে বলেন, ওই নারীর সঙ্গে তাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। পাচারের উদ্দেশ্যেই তার মেয়ে সুমাইয়া ও প্রতিবেশী চাঁদনীকে তিনি নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে সুমাইয়ার মা বাদী হয়ে শালিখা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

মো. আরাফাত হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।