২৫ বুদ্ধিজীবীকে হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৩ জুন ২০১৫

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ ২৫ বুদ্ধিজীবীকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লা বাংলা টিমের হুমকির প্রতিবাদে ও তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। টাঙ্গাইলের উপ-শহর খ্যাত এলেঙ্গা বাসষ্ট্যান্ডে মঙ্গলবার বিকেলে কালিহাতী উপজেলা জাসদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কালিহাতী উপজেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মহসিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ চান্দু, সাংগঠনিক সম্পাদক জগদীশ প্রামাণিক, জেলা জাসদের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হুমায়ুন, গোপালপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল বারী, কালিহাতী উপজেলা জাসদের সহ-সভাপতি আতোয়ার রহমান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কালিহাতী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।