চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪০ এএম, ২০ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

চট্টগ্রামের আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ফারুক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। মো. ফারুকের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা মো. ফারুককে ধরতে আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। তখন আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার পর একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।