ঝালকাঠিতে ২০টি গ্রাম প্লাবিত : দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৩ জুন ২০১৫

আমাবতির জোয়ার ও টানা বৃষ্টির কারণে ঝালকাঠি জেলার নদী তীরবর্তী আটটি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

প্লাবিত ইউনিয়নগুলো হলো, পোনাবালিয়া, কুলকাঠি, শেখেরহাট, নাচনমহল, আমুয়া, পাটকেলঘাটা, বড়ইয়া, মঠবাড়ি ইত্যাদি। জানা গেছে, জোয়ারের পানি বৃদ্ধি ও বৃষ্টির প্রভাবে খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। হাট বাজারগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দোকানপাট ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এমনকি জেলা শহরের নিম্নাঞ্চল পুরাতন কলাবাগান, লঞ্চঘাট, সিটি পার্কসহ বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, জেলা শহরের প্রবেশদ্বার গুরুদাম ব্রিজের পশ্চিম ঢাল থেকে সাধনার মোড় পর্যন্ত রাস্তায় খানা খন্দক থাকায় পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে যেমন যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়েছে তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।