উন্নয়নের গতি বাড়াতে মাতারবাড়িতে হচ্ছে সমুদ্র বন্দর : নৌমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৯ অক্টোবর ২০১৭

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আগামীতে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে। কয়লাবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন হবে। পাল্টে যাবে পুরো কক্সবাজারের চিত্র।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারলে একবিংশ শতাব্দির উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে বাধা থাকবে না।

গতকাল বুধবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপভিত্তিক কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌমন্ত্রী।

এ সময় নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদের সচিব মো. শফিউল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মালেক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা’র এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম খালেদ ইকবাল প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।