মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে চিনিকল শ্রমিকদের সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৮ অক্টোবর ২০১৭

সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের জাতীয় মজুরি কমিশন ২০১৫-এর সুপারিশ মতে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বুধবার দুপুরে জয়পুরহাট চিনিকল গেইটে এ সমাবেশ হয়।

জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিয়নের উপদেষ্টা বাবুল করিম, জহুরুল সওদাগর, সাধারণ সম্পাদক আহসান হাবিব রোমেল, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সমলেম হোসেন বিশ্বাস, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক জহুরুল হক জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জানান, জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে আগামী ৩১ নভেম্বর পর্যন্ত চলবে।

রাশেদুজ্জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।