বাবার রোগে ছেলেও আক্রান্ত, লেখাপড়া বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৭ অক্টোবর ২০১৭

বাবা বিল্লাল হোসেনের (৫০) মতোই মুখমণ্ডলে বিশালাকৃতির টিউমার হয়েছে ছেলে মাসুদ রানার (১৮)। এ কারণে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর বন্ধ হয়ে গেছে তার লেখাপড়া। বাবা-ছেলে একই রোগে আক্রান্ত হওয়ায় এলাকার অনেকেই এখন তাদের দিকে তাকায় না। আর এ কারণে তারাও এখন বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন।

একদিকে বিরল এ রোগ, অন্যদিকে কোনো উপার্জন না থাকায় খুব কষ্টে চলছে বিল্লাল হোসেনের সংসার। বিল্লাল হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে।

বিল্লালের ডান চোখের ভ্রূ থেকে মুখমণ্ডল ও গালজুড়ে বেড়ে উঠেছে বড় আকারের টিউমার। বাম চোখেও একই অবস্থা। এছাড়াও কপাল, মুখ, গলদেশসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য গুটি গুটি টিউমার রয়েছে।

বিল্লাল হোসেন পেশায় কৃষক। মা, স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান নিয়ে তার পরিবার। বড় ছেলে মাসুদ রানারও জন্ম থেকেই তার মতো এ রোগে আক্রান্ত। এদিকে মাসুদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার টিউমারের আকৃতিও বড় হচ্ছে।

বিল্লাল হোসেন জানান, জন্ম থেকেই তিনি এ রোগে আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হয়েছে টিউমারগুলোও। বড় হওয়ার পর ময়মনসিংহের একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসক জানিয়েছিলেন এর অপারেশন করলে মানসিক সমস্যা হতে পারে। এ কারণে তিনি আর কোনো ডাক্তার দেখাননি।

তিনি বলেন, আমার ছেলে মাসুদ এ রোগে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে ঢাকার শিশু হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম। সেখানেও ডাক্তার আমাকে ময়মনসিংহে যে কথাটি বলেছিল আমার ছেলের ক্ষেত্রেও একই কথা বলেছে। তাই তাকেও আর কখনও ডাক্তারের কাছে নিয়ে যায়নি।

তিনি আরও বলেন, বাড়ি থেকে ঢাকা যাওয়া আসা করতে যে টাকা খরচ হয় সেটিই তো যোগাড় করতে পারিনা চিকিৎসা করাবো কোথায় থেকে। তাই বাবা-ছেলে সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছি।

অসহায় কৃষক বিল্লাল হোসেন ও ছেলে মাসুদ রানাকে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন 01726 090083 নম্বরে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।