রাজশাহীতে নববধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৭ অক্টোবর ২০১৭

রাজশাহীর বাঘায় বৃষ্টি খাতুন (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মনিগ্রাম এলাকায় শ্বশুরবাড়ি থেকে ওই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নববধূর স্বামী মাহাবুর রহমানকে (২৬) জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত বৃষ্টি খাতুন জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের হামিদুর রহমানের মেয়ে। এক মাস আগে মনিগ্রাম এলাকার নবির উদ্দিনের ছেলে মাহাবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

বৃষ্টির বোন দোলেনা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে তার বোন শ্বশুরবাড়িতে কষ্টে ছিল। তাকে বাবার বাড়ির লোকজনের সঙ্গে ঠিকমত যোগাযোগ করতে দিত না মাহাবুর।

এদিকে বৃষ্টির স্বামী মাহাবুর রহমান দাবি করেন, এ অভিযোগ সঠিক নয়। তার স্ত্রী অন্য একটি যুবকের সঙ্গে মোবাইলে কথা বলতেন। বিষয়টি জানার পর তিনি গোপনে স্ত্রীর মোবাইলের কল রের্কড চালু করে রাখেন। এ বিষয় নিয়ে সোমবার দিবাগত রাতে বৃষ্টি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। ভোরে সবার অগোচরে বৃষ্টি খাতুন শোয়ার ঘরে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ জানান, বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মুত্যৃর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।