নবীনগরে ব্লু হোয়েল অাসক্ত কিশোরের সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ অক্টোবর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আত্মঘাতী গেম 'ব্লু হোয়েল' এ অাসক্ত এক কিশোরের সন্ধান পাওয়া গেছে। তার নাম মুশফিকুর রহমান ইমন (১৬)।

শনিবার দিবাগত রাতে উপজেলার জিনোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।

ইমনের পরিবারের বরাত দিয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জাগো নিউজকে জানান, ইমন খুবই মেধাবী ছাত্র। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে শনিবার দিবাগত রাতে ইমন ব্লেড দিয়ে খুঁচিয়ে তার হাত কেটে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পরে রোববার দুপুরে ইমনকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।