ভৈরবে ব্লেড দিয়ে খুঁচিয়ে নিজেকে রক্তাক্ত করেছে এক কলেজছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৭

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত রুমান (১৮) নামে এক কলেজছাত্র ব্লেড দিয়ে খুঁচিয়ে নিজেকে রক্তাক্ত করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব পৌর এলাকার কালীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুমান ওই এলাকার মো. খোকন মিয়ার ছেলে এবং ভৈরবের জেড রহমান কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র।

রুমানের পরিবারের ধারণা- আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অনলাইন গেম ব্লু হোয়েল (নীল তিমি) খেলে রুমান এই কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত রুমান বেশ কয়েকদিন যাবত তার বাড়িতে রুমের দরজা বন্ধ করে মোবাইলে গেম খেলে। পত্র-পত্রিকায় ব্লু হোয়েল গেমের খবর জানতে পেরে তার পরিবারের সদস্যরা তাকে গেম খেলতে নিষেধ করত। শনিবার বিকেলে তার মা রুমানা বেগম রুমে গিয়ে দেখতে পান ছেলে রুমান তার শরীর ব্লেড দিয়ে খুচিঁয়ে রক্তাক্ত করে বিছানায় কাতরাচ্ছে। পরে বিকেল ৫টার দিকে তাকে দ্রুত স্থানীয় আবেদীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকে রোমান কোনো কথা বলতে পারছে না।

রুমানের মা রুমানা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত নয়। তবে বেশ কয়েকদিন যাবত সে মোবাইলে গেম খেলে। ব্লু হোয়েল গেমের কথা জানতে পেরে আমরা তাকে গেম খেলতে নিষেধ করেছি। ঠিক কী কারণে ছেলেটি এই কাণ্ড করেছে বুঝতে পারছি না।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার হারুনুর রহমান শাওন জানান, আহত রুমানের শরীরে ৬০/৭০ টি ব্লেডের আঁচড় রয়েছে। এর মধ্যে কমপক্ষে ২০টি আঁচড়ে একাধিক সেলাই করা হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।