পুলিশ-আইনজীবীর শক্তিশালী সিন্ডিকেটে ইয়াবা বাণিজ্য
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত আইনজীবী-পুলিশের শক্তিশালী সিন্ডিকেট। ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতার সুবাধে এ ব্যবসায় জড়িয়ে পড়ে পুলিশ। কক্সবাজার থেকে পুলিশের সরবরাহের পর ঢাকায় আইনজীবী-পুলিশের যৌথ সিন্ডিকেট এসব ইয়াবা পৌঁছে দেয় ক্রেতার কাছে। রোববার ভোর রাতে ফেনী জেলার লালপুল এলাকা থেকে সাত লাখ পিস ইয়াবাসহ আটককৃত পুলিশের এএসআই মাহফুজুর রহমান র্যাবকে এসব তথ্য জানান।
এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ সাত লাখ টাকাসহ চারটি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড এবং মাদকের টাকার হিসাব সম্বলিত তিনটি নোট বুক উদ্ধার করে। তার নোট বুকের হিসাব মতে ১৪ জন মাদক ব্যবসায়ীর সঙ্গে ২৮ কোটি ৪৪ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে র্যাব।
রোববার আটকের পর জিজ্ঞাসাবাদে মাহফুজ জানান, ২০১১-২০১৩ সালে কক্সবাজার জেলার টেকনাফ থানায় চাকুরিকালীন সময়ে বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সেখান থেকে ইয়াবা ব্যবসার জগতে যাত্রা শুরু তার। শুধু মাহফুজ নয় তার সিন্ডিকেটে রয়েছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের এএসআই বেলাল, চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ (উপ পুলিশ পরিদর্শক) মো. আশিক।
মাহফুজ আরো জানান, ইয়াবাগুলো (উদ্ধারকৃত) কক্সবাজার জেলার ডিবি পুলিশের এএসআই মো. বেলাল এবং চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশিক তাকে ঢাকায় পৌঁছে দেয়ার জন্য বলেছিল।
ঢাকায় তার কাছ থেকে ইয়াবাগুলো হাইকোর্টের জনৈক মুহুরি মো. মোতালেব, অ্যাডভোকেট জাকির, এসবি কনস্টেবল শাহীন, কাশেম ও গিয়াসদের বুঝে নেয়ার কথা ছিল বলেও জানান তিনি।
পুলিশ হওয়ার সুবাধে কেউ সন্দেহ করবেনা তাই দীর্ঘদিন ধরে তারা অনায়াসেই করে যাচ্ছে এ ব্যবসা। র্যাব জানায়, সম্প্রতি গত পাঁচ মাসে র্যাব ২২ লাখেরও বেশি ইয়াবা উদ্ধার করেছে বিভিন্ন স্পট থেকে।
রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্প এর টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লালপোল এলাকায় একটি কালো রঙের ‘এলিয়ান’ প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৭-৭১৮১) আটক করে। প্রাইভেট কারটি রাস্তায় একটি ছোট বাচ্চাকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল।
আটককৃত এএসআই মো. মাহফুজুর রহমান (৩৫), কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকার জামশেদ মিঞার ছেলে। এছাড়া ড্রাইভার মো. জাবেদ আলী (২৯) এর বাড়ি বি. বাড়িয়ায়।
র্যাব জানায়, এএসআই মো. মাহফুজুর রহমান ডিএমপি পুলিশের বর্তমানে এসবি টেকনিক্যাল সেকশনে কর্মরত। তার বিপি নং ৮০০১০৬৩১১৯, এসবি আইডি নং-৭৭৮৫।
এসএইচএস/আরআই