রূপগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম


প্রকাশিত: ১০:১৩ এএম, ২১ জুন ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম এবং বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বরোড এলাকার একটি রাস্তার প্রশস্তকরণ নিয়ে রোববার দুপুরে স্থানীয় মহিলালীগ নেত্রী হাসি বেগমের সঙ্গে ব্যবসায়ী মুন্না মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলালীগ নেত্রী হাসি বেগমের নেতৃত্বে রন্টি, সজিব, শরীফ, জুমনসহ ১২/১৫ জনেরে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্না মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় ঘরের আলমারিতে থাকা ৩টি মোবাইল, ৫ ভরি স্বর্ণ, নগদ ৬৫ হাজার টাকা লুটে নেয় তারা। প্রতিবাদ করায় মুন্না মিয়া, তার স্ত্রী নিপা বেগম ও ছেলে মামুন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মহিলালীগ নেত্রী হাসি বেগম ও তার ছেলে রন্টি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি, মাদক বিক্রি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। মহিলালীগ নেত্রী হওয়ায় কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেই হামলা-মামলার শিকার হতে হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মীর আব্দুল আলীম/এসএস/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।