না.গঞ্জে নৌ-চাঁদাবাজদের হামলার প্রতিবাদে নৌ-ধর্মঘট


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২১ জুন ২০১৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনায় বিভিন্ন নৌযানের সুকানীসহ শ্রমিকদের উপর নৌ-চাঁদাবাজদের হামলার প্রতিবাদে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জে নৌ-ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে সকল নৌযান নোঙর করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়ন।

জানা গেছে, শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনায় প্রতিনিয়ত বালুমহালের ইজারার টোকেন কাটার নামে হায়েনারূপী নৌ-চাঁদাবাজদের হামলার শিকার হচ্ছেন বিভিন্ন নৌযানের শ্রমিকরা। বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন নৌশ্রমিক সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছিল।

গত শনিবার দুপুরেও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌ পুলিশ সুপার (পূর্ব বিভাগ) এম এ মান্নান পিপিএম এর উপস্থিতিতে বিষয়টি তুলে ধরেন শ্রমিক নেতারা। নৌ পুলিশ সুপারও মহাল ইজারাদার নামধারী নৌ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

তবে শনিবার সন্ধ্যায় রিফাত ট্রেডাসের নৌ-চাঁদাবাজদের হামলায় ৩টি নৌযানের সুকানীসনহ অন্তত ১৫ জন শ্রমিক চাঁদার দাবিতে মারধরের শিকার হন। এসময় অনামিকা সামিয়া-১ এর সুকানী নিজামউদ্দিন খান, অনামিকা সামিয়া-২ এর সুকানী ইব্রাহিম মুন্সি, মায়ের দোয়ার সুকানী আলতাফ হোসেনসহ প্রতিটি বাল্কহেডে অন্তত ৪ জন করে শ্রমিক ছিলেন যারা মারধরের শিকার হয়েছেন। এছাড়া হায়েনারূপী নৌ-চাঁদাবাজরা লুটে নেন নৌযানে থাকা নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী।

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। আমাদের দাবি বালুমহালের ইজারাদাররা ২০০ গজের মধ্যে টোকেন কাটতে পারবনি। আর তাদের ট্রলারের গায়ে ইজারাদারের নাম লেখা থাকতে হবে। শনিবারের হামলার প্রতিবাদে আমরা আপাতত শীতলক্ষ্যা কেন্দ্রীক ধর্মঘটের আহ্বান করেছি। সুষ্ঠু সমাধান না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম জাগো নিউজকে জানান, মারধরের ঘটনায় কিছু সংখ্যক নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।