বরিশালে শিবিরের ৩ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:১৯ এএম, ১২ অক্টোবর ২০১৭

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বরিশাল নগরীতে মিছিলের চেষ্টাকালে ছাত্র শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও বিমানবন্দর থানা শিবিরের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্র ও ২৯নং ওয়ার্ড শিবিরের সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সরকারি আলেকান্দা কলেজের ছাত্র সাকিল বেপারী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, ১০ থেকে ১৫ জনের একটি দল রূপাতলী হাউজিং এলাকায় হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে। টহল পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলকারীদের বেশির ভাগ পালিয়ে যেতে সক্ষম হয়। এদের মধ্যে ৩ জনকে ধাওয়া করে আটক করে পুলিশ।

এদিকে জামায়াতের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বরিশালের জনজীবনে। বরিশাল থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান চলছে স্বাভাবিকভাবে। খোলা রয়েছে নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান।

সাইফ আমীন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।