ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের গাড়ির নিচে চাপা পড়ে নিহত ২


প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২০ জুন ২০১৫

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে মাদকবাহী পিকআপ ভ্যানকে তাড়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় র‌্যাবের একটি গাড়ি। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে ইব্রাহিম (২০) ও ইয়াছিন (১৮) নামে দুই পথচারী মারা গেছেন। এ সময় আরও তিন পথচারী আহত হন। শনিবার রাত ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে এবং ইয়াছিন একই গ্রামের ছনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র‌্যাবের একটি দল মাদকবাহী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে পথচারী ইব্রাহিম ও ইয়াছিন নামে দুই পথচারী নিহত হন। এতে আরও তিন পথচারী আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) আবুল কাশেম জানান, হাসপাতালে আহতাবস্থায় দুজনকে আনা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সাইফুলকে উন্নত চিকিৱসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।