আষাঢ়ে দাবদাহ : বিপর্যস্ত সিলেটের জনজীবন


প্রকাশিত: ১০:০৮ এএম, ২০ জুন ২০১৫

সিলেটে শনিবার সকাল থেকে প্রখর রোদের রাজত্ব। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজাদার মানুষরা বেশি কষ্ট পোহাচ্ছেন। সারাদিন খাঁ খাঁ রোদে স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনেও।

দুপুরে রাস্তায় যেন আগুনের লেলিহান শিখা বয়ে যাচ্ছে। বাসা, অফিস কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান সবখানেই প্রচণ্ড গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে।

আষাঢ় মাসের শুরু থেকেই রোদের এরকম দাপট। সকাল ১১টা বাজতেই রোদে খাঁ খাঁ রাস্তাঘাট। দুপুরের দিকে অবস্থা আরও বেগতিক আকার ধারণ করছে। প্রচণ্ড রোদের তাপে সিলেটবাসী ঘর থেকে বের হওয়ারই সাহস পাচ্ছেন না।

প্রতিদিনই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন-যাপন একেবারেই কঠিন হয়ে পড়েছে। একটু শীতলতার জন্য মানুষ ও পশুপাখিদের মধ্যে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

এরকম আবহাওয়ায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। রোজা রেখে কাজে নামা তার উপর প্রচণ্ড গরম। অসুুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

সিলেট আবহাওয়া অফিস থেকে জানা যায়, জ্যৈষ্ঠ মাসের প্রায় পুরো সময় বৃষ্টি হয়েছে। তবে আষাঢ়ের শুরু থেকে দিনের বেলা তাপমাত্রা বেড়েছে। এ মাসের মাঝামাঝি পর্যন্ত হয়তো এরকম আবহাওয়া থাকবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।