জয়পুরহাটে রমজানে আদা ও কাঁচা মরিচের দাম বেড়েছে
জয়পুরহাটে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ প্রত্যেকটি কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ, আলু, বেগুন, পটল, করলাসহ প্রত্যেকটি শাক-সবজিতে রমজানের আগের চেয়ে কেজি প্রতি দাম বেড়েছে ৩/৪ টাকা। আর সবচেয়ে অসহনীয় পর্যায়ে ঝাঁঝ বেড়েছে আদা ও কাঁচা মরিচের।
সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট জেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে রমজানের আগে যেখানে কেজি প্রতি আদার খুচরা মূল্য ছিল ৮০ টাকা। আর বর্তমানে রমজানের শুরুতেই কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এছাড়া কাঁচা মরিচের দাম এখন ৬ গুণেরও বেশি। রমজানের আগে কাঁচা মরিচের খুচরা মূল্য ছিল ১০ টাকা কেজি, আর এখন কেজি প্রতি ৬০-৬২ বেশি নেয়া হচ্ছে।
এর কারণ হিসেবে চাহিদার তুলনায় আমদানি কম হওয়াকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। জয়পুরহাট শহরের মাছুয়া বাজারের সাইদুর রহমান, পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারের বাবু মিয়াসহ অনেক কাঁচামাল ব্যবসায়ী জাগো নিউজকে জানান, রোজার মাসে আদা ও কাঁচা মরিচের চাহিদা বেশি হলেও সে তুলনায় আমদানি কম বলে দাম বাড়ছে।
এদিকে নিত্য প্রয়োজনীয় এসব কাঁচামালের মূল্য বৃদ্ধি হওয়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতা সাধারণের।
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার রাসেল আহম্মেদ, কালাই পৌর শহরের শিফন খানসহ অনেকে জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে বলে সরকার আশ্বাস দিলেও রমজান মাস আসলেই দফায় দফায় বাড়ে কাঁচামালের দাম।
রোজার মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধি করেন। তাই এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জেলাবাসী।
জয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিম জাগো নিউজকে জানান, সব সময় জেলা প্রশাসন বাজার মনিটরিং করছে তারপরও কেউ যদি কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে যেকোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমজেড/এমএস