একদিনে আড়াই লাখ গাছের চারা রোপণ
টাঙ্গাইলের দেলদুয়ারে একদিনে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। ‘সবাই মিলে লাগাই বৃক্ষ, একদিনেই আড়াই লক্ষ’ স্লোগানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদৎ হোসেন কবির, উপজেলা চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বজ্রপাত থেকে রক্ষার জন্য তালের বীজ রোপণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বজ্রপাত হতে জানমাল রক্ষা ও সবুজ উপজেলা গড়ার লক্ষ্যেই এ আয়োজন। এদিন দেলদুয়ার উপজেলার আড়াই লাখ মানুষ একটি করে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।
আরিফ উর রহমান টগর/এএম/আইআই