এমপি পুত্র রনি কাশিমপুর কারাগারে


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৯ জুন ২০১৫

সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতয়িার আলম রনিকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর হাইসকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে এ কারাগারে আনা হয়।  কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব তাকে হাইসিকিউরিটিট কারাগারে স্থানান্তর করা হয়েছে।

গত ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে তার নিজ গাড়ি থেকে ছোড়া গুলিতে এক অটোরিকশা চালক এবং এক রিকশাচালক মারা যান।  যানজটের মধ্যে আওয়ামী লীগ সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি ওই গাড়ি থেকে গুলি চালান বলে অভিযোগ ওঠে।  গণমাধ্যমের খবর, মাতাল অবস্থায় থাকা রনি যানজটে র্দীঘক্ষণ দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে বিরক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালান।  এদিকে পিস্তলের গুলিতেই যে ঢাকার নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনা ঘটেছে তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে পুলিশ।
                        
আমিনুল ইসলাম/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।