শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
শেরপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার কামারের চর কলেজ মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের উদ্যোগে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলার চরাঞ্চলের চরপক্ষীমারী ও কামারের চর ইউনিয়নের নদী ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরন করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ টি আইটেম সমৃদ্ধ একটি হাইজিন কীটস, একটি ত্রিপল, একটি ব্যাগ এবং নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় রেডক্রিসেন্ট শেরপুর জেলা ইউনিটের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ফখরুল মজিদ, অধ্যক্ষ নুরুল আমিন বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মাঝে কেন্দ্রীয় ইউনিটের ইউনিট বিষয়ক উপ-পরিচালক রোজিনা আলম, সম্পদ বিষয়ক উপ-পরিচালক মুদাসসর আহমেদ, ইউনিট অফিসার মোতালিব আহমেদ, জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য নাসরিন রহমান, কহিনুর বেগম বিদ্যুৎ, আঞ্জুমান আলম লিপি প্রমুখ ছাড়াও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।