বরিশালে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
বরিশাল নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলম মাতবর (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হলেও র্যাব কর্মকর্তরা রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক জাহাঙ্গীর শরিয়তপুর জেলার ছোট সন্দীপ গ্রামের মৃত দীন ইসলাম মাতবরের ছেলে। র্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ ঘাট এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীরকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান, ক্যাপ্টেন বাসার।
এসএইচএস