কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:২০ এএম, ০৫ অক্টোবর ২০১৭
ছবি-ফাইল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর বলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মংলারকুটির খুটামারা গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সন্ধ্যার দিকে ওই যুবক ভারতের আসাম সীমান্তের ১০১৪ আন্তর্জাতিক পিলারের এস-৩'র কাছে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এসময় জাহাঙ্গীর বুকে গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী এবং পরিবারের লাকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কুড়িগ্রাম বিজিবি-৪৫ ব্যাটালিয়নের বিওপি কমান্ডার নায়েক সুবেদার গােলাম মােস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে বলে শুনেছি। তবে সে মারা গেছে কিনা জানি না।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফসিার ডা.সুভাষ চন্দ্র সরকার জানান, গুলবিদ্ধি অবস্থায় জাহাঙ্গীর নামে এক যুবককে হাসপাতালে আনার র্পূবইে সে মারা গিয়েছিল। তার বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।