বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৪ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মামুন পন্ডিত (২৭) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলার ফতেহপুর ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মামুন উপজেলার ফতেহপুর ফাজিল মাদরাসার কম্পিউটার অপারেটর ও লামচর ইউনিয়নের মজুপুর গ্রামের আবদুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে মামুন পন্ডিত ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দিচ্ছিলেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মাদরাসায় গিয়ে তাকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে অপপ্রচারের ঘটনা দুঃখজনক। এ ঘটনা ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। পরে অভিযুক্তকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, খবর পেয়ে মামুন পন্ডিতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।