বরিশালে সাজাপ্রাপ্ত যুবকের মরদেহ উদ্ধার : বৃদ্ধা আটক


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৭ জুন ২০১৫

বরিশালের বানারীপাড়ায় দুই বোনকে গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ডাকাত জামাল হোসেন খানের (৩২) গলাকাট মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জয়নব বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চাখার বাজারের মসজিদ সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। জামাল হোসেন উপজেলার মাদারকাঠী গ্রামের আব্দুল আলীম খানের ছেলে।

নিহতের স্ত্রী তানজিলা বেগম জানান, পার্শ্ববর্তী হাওলাদার বাড়ির বিজিবিতে কর্মরত শোয়েব আহমেদের সাথে জামালের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে শোয়েব মোবাইল ফোন করে জামালকে ঘর থেকে বাইরে ডেকে নেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামালের মরদেহ দেখতে পান।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জিয়াউল হক জানান, সোমবার রাতে মুঠোফেনের মাধ্যমে যারা জামালকে ডেকে নিয়েছিলো তাদের প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করার চেষ্টা চলছে। শোয়েবের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শোয়েবের মা জয়নবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে মাদারকাঠী এলাকায় ডাকাত ও পুলিশ সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে তৎকালীন ওসি আব্দুল হাই সরকারকে কুপিয়ে জামালসহ একাধিক ডাকাত সদস্য পালিয়ে যায়। ওই বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে ছয় ডাকাত নিহত হয়। জামাল ওই সময় পুলিশের দায়ের করা ডাকাতি, হত্যা চেষ্টা ও অস্ত্র আইনের মামলার আসামি।

২০০৬ সালের চাখারের চেচরিপুল এলাকার একটি গণধর্ষণ মামলায় জামালের ৩২ বছর কারাদণ্ড হয়। সম্প্রতি সে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়। জামাল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।

সাইফ আমীন/এমজেড/এমএস/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।