নিখোঁজের ৪০ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে শ্রমিকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৫২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ডাকপাড়া এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ দুই কৃষি শ্রমিকের একজনের মরদেহ ৪০ ঘণ্টা পর ঘটনাস্থলের ৬ কিলোমিটার ভাটিতে উদ্ধার হয়েছে। নিহত শহিদুল ইসলাম (২৬) চরপক্ষীমারী ইউনিয়নের দীঘলদী মোল্লাপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে জামালপুরের শরিফপুর এলাকার বার্নার জোরব্রীজ এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশকে সংবাদ দেওয়া হলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিলে শনাক্ত করেন। তবে আরেক নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান এখনও মেলেনি।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান নৌকাডুবিতে নিখাঁজ শহীদুলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহটি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদরের বেপারীপাড়া এলাকায় কৃষি মজুরীর কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে অন্যরা তীরে উঠলেও কৃষি শ্রমিক শহিদুল ও ফরিদ মিয়া নিখোঁজ হয়। শুক্রবার দিনভর দমকল বিভাগের ডুবুরিরা ব্রহ্মপুত্র নদে অনুসন্ধান চালিয়েও তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

হাকিম বাবুল/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।