ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১১ কি.মি. যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১১ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উল্টোপথে চলছে যানবাহন।

শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে মেঘনা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

গজারিয়া হাইওয়ে সার্জেন্ট হাসেম আলী মুন্সী জানান, মেঘনা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে গেলে মহাসড়কের ঢাকাগামী লেনটি যানজটে সৃষ্টি হয়। এমতাবস্থায় লোকবল কম থাকায় কুমিল্লাগামী লেনটি দিয়ে উল্টোপথে যানবাহন চলছে।

তিনি আরও জানান, বিকল গাড়িগুলো অপসারণের চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

ভবতোষ চৌধুরী নুপুর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।