ঝালকাঠিতে বিচারে দাবিতে মানবন্ধন


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

ঝালকাঠির নলছিটিতে দুই ধর্ষকের বিচারে দাবিতে মানবন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে নলছিটি পৌরসভার সামনের সড়কে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানবন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,জন প্রতিনিধি, এনজিকর্মীসহ সুশীল সমাজের লোকজন অংশ নেয়। এ সময় বক্তারা স্কুলছাত্রীর ধর্ষণকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন- কাউন্সিলর মনিরুজ্জামান মনির, দুকসের নির্বাহী পরিচালক  হাসান আলম সুমন, এনজিও ব্যক্তিত রিপন সমাদ্দার, নারীনেত্রী দিলরুবা বেগম।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে নলছিটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাসায় সিঁদ কেটে প্রবেশ করে ধর্ষণ করে বখাটে রায়হান হাওলাদার, সুমন হাওলাদার ও তার সহযোগীরা।

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় মামলা করা হয়ে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ ওই দুই ধর্ষককে গ্রেফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।