ইনানী সৈকতে ১৪ রোহিঙ্গার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে নিহত শিশু ও নারীসহ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইনানী সৈকতের পাটুয়ারটেক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতদের মধ্যে নয়জন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে।

সায়ীদ আলমগীর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।