সিলেটে পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ


প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৬ জুন ২০১৫

তিন সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে সিলেট।  ধর্মঘটের কারণে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।  পুলিশি হয়রানি ও বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটি।

পবিত্র রমজান শুরুর আগে এ ধরনের ধর্মঘটে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জাগো নিউজকে জানান, দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পেয়ে তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।  তিনি বলেন,তাদের ডাকে শান্তিপূর্ণ ধর্মঘট চলছে।  ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্থানে শ্রমিকরা পিকেটিং করছেন।

ফলিক আরো জানান, পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত পুলিশের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।  কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট শহরতলীর লামাকাজীস্থ এম এ খান সেতুর টোল ট্রাক প্রতি ৩৫ টাকার বদলে ১০০ টাকা করে নেয়া হচ্ছে।  জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক দফতরে আবেদন করেও আমরা কোনো প্রতিকার পাইনি।

সিলেট মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জাগো নিউজকে জানান, সকালে দক্ষিণ সুরমার তেলিবাজারে ধর্মঘট আহ্বানকারীরা বেশ কয়েকটি ট্রাক আটকে দেন।  তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  তিনি জানান, ধর্মঘটে বাস-ট্রাক-ট্যাংকলরি চলাচল না করলেও সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন যথারীতি চলাচল করছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান জাগো নিউজকে জানান, ট্রাক ধর্মঘট নিয়ে এখনো সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।  তবে, এ সংক্রান্ত একটি উদ্যোগ চলছে বলে তিনি জানান।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করেছে। তবে সম্মিলিতভাবে জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে এ আন্দোলন চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছামির মাহমুদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।