ভাষাসৈনিকের নামে কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২০ এএম, ১৬ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  সোমবার রাতে কসবা থানায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সহকারি কমান্ডার মো. আজিজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, হিমু মিয়া (২২), ফারুক মিয়া (৩৪), হানিফ মিয়া (২৩), শাহ জালাল (৫০), আবদুল হান্নান (৪৫), কবির (৩৭) ও হানিফ মিয়া (৩৪)।  আসামিদের সবার বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে।

মামলা এজহারে বলা হয়, কিছুদিন আগে মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়াকে নিয়ে একটি কুচক্রি মহল মানহানিকর ও কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশ করে। এ ঘটনায় গত ৪ জুন মামলার বাদী কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির বিষয়টি কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান তদন্ত করছেন। 

এ ঘটনার পর গত ৫ জুন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা কমান্ডার যৌথভাবে সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনের বিষয়টি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে গত ৯ জুন আসামিরা মামলার বাদী ও সাক্ষীদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

এজহারে আরো বলা হয়, মামলার বাদী ও সাক্ষীরা এজাহারভুক্ত আসামিদের কসবা উপজেলার বিভিন্ন স্থানে ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়াকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশ করতে দেখেছেন এবং এ নিয়ে তাদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ রয়েছে।

এ ব্যাপারে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্শেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।