‘রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করছে সরকার’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহযোগিতা করছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। সেই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক পরিবেশ তৈরির কাজ চলছে।
সোমবার মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার দুর্গা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে সরকারি অনুদানের বরাদ্দপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শালিখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ সামসুল আরেফিনের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার দে, শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার শালিখা উপজেলার ১৪৯টি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে সরকারি অনুদানের বরাদ্দপত্র বিতরণ করেন। প্রত্যেক মন্দিরকে ৪৮৮.৯৮ কেজি চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১৮টি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে সরকারি অনুদানের বরাদ্দপত্র বিতরণ করেন।
আরাফাত হোসেন/এএম/এমএস