ডুমুরিয়ায় উপজেলা নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৫ জুন ২০১৫

ডুমুরিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। সোমবার উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার সংরক্ষিত নারী সদস্য পদের ৫টি আসনের নির্বাচন শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংরক্ষিত ১ নং আসনের প্রার্থী টোলনা গ্রামের হাসনা হেনা, ২ নং আসনের প্রার্থী মেছাঘোনা গ্রামের আলেয়া বেগম, ৩ নং আসনের প্রার্থী মাদারতলা গ্রামের রীতিকা মন্ডল, ৪ নং আসনের প্রার্থী জাবড়া গ্রামের স্বপ্না গাইন ও ৫ নং আসনের প্রার্থী লতা গ্রামের কবিতা রানী বিশ্বাস জয় লাভ করেন।

মাত্র ৪২ ভোটের এই নির্বাচনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে একজন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচিত প্রার্থীগণ আ.লীগ সমর্থিত বলে দলীয় সূত্রে জানা যায়।

নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব বিশ্বাস, প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক শাহনাজ পারভীন। নির্বাচন সার্বিকভাবে পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা।

আলমগীর হান্নান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।