রাউজানে এক ভণ্ড ফকিরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামের রাউজান উপজেলায় কথিত অলৌকিক ক্ষমতার অধিকারী সেই ভণ্ড ফকির মো. ছোটনকে (২২) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার তিন সহযোগীকেও দণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার কার্যালয়ে তাদের এ সাজা দেয়া হয়।

রাউজান থানার এসআই মুরাদ জানান, ভ্রাম্যমাণ আদালত ভণ্ড ফকিরকে এক বছর কারাদণ্ড দিয়েছেন। সহযোগী মো. ফরহাদকে দিয়েছেন এক মাসের কারাদণ্ড। আর ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অপর দুই সহযোগী জেবর মুল্লুক ও শাকিল মাহমুদের।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী সাধনা চাকমা বলেন, ‘ছোটন মানুষের নাড়িভুঁড়ি বের করে পুকুরে পরিষ্কার করার কথা প্রচার করে এবং সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে অর্থ আদায় করায় তাকে সাজা দেয়া হয়।’

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।