রাজশাহীতে বোটাওয়ালা ডিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:১২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

ডিমে বোটা! সত্যি অবাক কাণ্ড। কিন্তু এমন একটি ডিম মিলেছে রাজশাহীর তানোরে। মঙ্গলবার উপজেলার মুন্ডমালা এলাকার গৃহকর্তা মাসুদ সরকারের বাড়িতে বোটাযুক্ত ডিম পেড়েছে মুরগি।

এখবর ছড়িয়ে পড়েছে এলাকায়। উৎসুক জনতা ডিমটি এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন মাসুদের বাড়িতে।

মাসুদ সরকার জানান, ডিমের এক প্রান্তে দেড় ইঞ্চি লম্বা বোটা। আপেলেরমত দেবে গিয়ে বোটাযুক্ত হয়েছে ডিমে। ডিমটি দেখতে অবিকল ফলের মতো।

তিনি জানান, গত সোমবার স্থানীয় হাট থেকে ২৭০ টাকায় ওই মুরগিটি কেনেন তিনি। পোষার উদ্দেশেই কেনেন মুরগিটি। পরদিনই মুরগিটি একটি ডিম দেয়। সেই ডিম দেখে সবার চক্ষু ছানাবড়া। এ খবর দ্রুতই ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর তার বাড়িতে বাড়তে থাকে ভীড়।

ফেরদৌস সিদ্দিক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।