রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টারর দিকে উপজেলার চাকঢালায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা চাকঢালায় যাচ্ছিল ট্রাকটি। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু হয় আরও তিনজনের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন পুলিশ, স্থানীয় এবং দমকল বাহিনীর সদস্যরা।

সৈকত দাস/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।