বরিশালে নৌ-নিরাপত্তা সপ্তাহে আলোচনা সভা


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৪ জুন ২০১৫

`সচেতন হই নৌ দুর্ঘটনা পরিহার করি` শ্লোগান নিয়ে বরিশালে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিএ`র মিলনায়তনে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার বলেন, মালিক, লঞ্চের মাস্টার এবং যাত্রীদের অসচেতনতার কারণেই বেশিরভাগ নৌ দুর্ঘটনা ঘটে। এসব রোধ করতে মাস্টার এবং সুকানীদের দক্ষতার সার্টিফিকেট রয়েছে কি না তা খতিয়ে দেখতে বরিশাল রুটে চলমান সকল লঞ্চ পরিদর্শন করে দেখা হবে। না থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এসময় আরো বক্তব্য রাখেন নৌ-পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. শাহরিয়ার ও আজিজুল হক আক্কাসসহ অন্যরা।

সাইফ আমীন/এআরএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।