রাজশাহীতে ১৭শ বোতল ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

রাজশাহী শহর সংলগ্ন পদ্মার ওপারের চরখিদিরপুর এলাকা থেকে ১৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রোববার ভোরে বিজিবির তালাইমারী ক্যাম্পের একটি বিশেষ দল এ ফেনসিডিল উদ্ধার করে।

রাজশাহী ৩৭-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে নগরীর তালাইমারী ক্যাম্পের একটি বিশেষ টহলদল চরখিদিরপুর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার কাশবন থেকে ১৭শ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত ফেনসিডিলগুলো প্রচলিত বিধান মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।