উঁকুন তাড়াতে ২০ ছাত্রীর মাথায় বিষ প্রয়োগ


প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৩ জুন ২০১৫

ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর এলাকার ২০ জন মাদ্রাসা শিক্ষার্থী মাথার উঁকুন তাড়াতে বিষাক্ত কীটনাশক (বিষ) প্রয়োগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো, লিজা (১১), মিতু (৯), মুসলিমা (১৪), আখি (১৩), স্বর্না (৯), কেয়া (১২), আরিফা (১২), জান্নাত (১২), কেয়া-২ (১১), সাদিয়া (৮), মারিয়া (১৩), কেয়া-৩ (১৩), রিমা (১৩), রুমা (১৩)।


হাসপাতাল সূত্রে জানা গেছে, চন্ডিপুর এলাকার উম্মে হাবিবা ভালুকায় বালিকা মাদ্রাসার এক শিক্ষার্থী বিষাক্ত কীটনাশক দিয়ে মাথার উঁকুন তাড়ানোর পরামর্শ দেয় তার সহপাঠীদের। তার কথা মতো ওই মাদ্রাসার ২০ জন শিক্ষার্থী সন্ধ্যায় নারিকেল তেলের সঙ্গে বিষাক্ত কীটনাশক (বিষ) মিশিয়ে উঁকুন তাড়ানোর জন্য মাথায় দেয়। এতে কয়েক মিনিটের মধ্যে বিষের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। সকলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী শিক্ষার্থীদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক জুয়েল জানান, শিক্ষার্থীরা ভুল পরামর্শে মাথায় বিষাক্ত কীটনাশক প্রয়োগ করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


উম্মে হাবিবা ভালুকায় বালিকা মাদ্রাসার সুপার হারুন অর রশিদ জানান, অসাবধানতায় শিক্ষার্থীরা উঁকুন তাড়ানোর জন্য মাথায় বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে।


ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অসচেতনার কারণে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়েছে। বিষয়টি তদন্ত সহকারে ব্যবস্থা গ্রহণ করা হবে।


রবিউল এহসান রিপন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।