টঙ্গীতে দুটি হত্যাকাণ্ড


প্রকাশিত: ০২:০১ পিএম, ১৩ জুন ২০১৫

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর হাতে এক পথচারী এবং সৎ মায়ের হতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারীর নাম রিংকু (২৫) ও নিহত স্কুলছাত্রীর নাম সাদিয়া আলম জয়া (১৪)। এ ঘটনায় জয়ার সৎ মা শাকিলা জাহান মরিয়ম (২৮) গ্রেফতার করা হয়েছে আর জিজ্ঞাসাবাদের জন্য বাবা সফিউল আলম সাগরকে (৫০) আটক করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সন্ধ্যায় উপজেলায় পৃথক দুটি ঘটনা ঘটে।

এদিকে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত রিংকুর হত্যাকাণ্ডের ঘটনায় আল-আমিন (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সামনের একটি বাড়িতে সাদিয়া আলম জয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তারই সৎ মা শাকিলা জাহান।

হত্যার দায় স্বীকার করে মরিয়ম পুলিশকে জানায়, স্বামী সাগর কর্তৃক তাকে অবহেলা ও জয়াকে বেশি গুরুত্ব দেওয়ায় তিনি এ হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছেন। এ ঘটনার সময় জয়ার বাবা সফিউল আলম সাগর পাইলট স্কুল মাঠে শরীর চর্চা করছিলেন। তিনি বাসায় ফিরে এ হত্যাকাণ্ড দেখে পুলিশকে খবর দেন। এ ঘটনায় নিহতের মা ফারজানা ইসলাম স্বপ্না বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এদিকে, শুক্রবার রাত ১০টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন টঙ্গী স্টেশন রোডের তুরাগ হাসপাতালের কর্মচারী রিংকু। টঙ্গী নতুন বাজার এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা আল-আমিন নামের এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে স্থানীয়রা আহত রিংকুকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিংকু টঙ্গীর গোপালপুর এলাকার বাসিন্দা।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।