চুয়াডাঙায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৭


প্রকাশিত: ০৯:১৩ এএম, ১২ জুন ২০১৫

চুয়াডাঙার দামুড়হুদায় রাস্তায় পড়ে থাকা ইটভাটার মাটিতে পিছলে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শুক্রবার সকালে ফাইম-ফয়সাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চুয়াডাঙা-জ-১১-০০০২) চুয়াডাঙা থেকে দর্শনার দিকে যাওয়ার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ড অতিক্রম করার পর আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে ১৭ জন যাত্রী আহত হয়। আহতদের চুয়াডাঙা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চুয়াডাঙা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন, চুয়াডাঙা শহরের সবুজপাড়ার ফকির বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৪০), চুয়াডাঙা পৌর এলাকার কেদাগঞ্জের নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), জীবননগরের নজরুল ইসলামের ছেলে লিটন হোসেন (৪৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মরহুম আব্দুল হামিদের স্ত্রী আরজিনা বেগম (৩৫)।

সালাউদ্দিন কাজল/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।